ডলার সংকটে গাজীপুরে ৪০ বছরের পুরোনো কারখানা বন্ধ ঘোষণা

৪০ বছরের পুরোনো কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে এই নোটিশ দেখে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন |

গাজীপুরের কোনাবাড়ীতে একটি কারখানা ডলার সংকট ও লোডশেডিংয়ের কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পলিকন লিমিটেডের নামের ওই কারখানার নির্বাহী পরিচালক ফয়সাল জহির স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ডলার ক্রাইসিসের কারণে গত এক বছরের অধিক পলিকন লিমিটেড তার কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয় এবং ২০২৩ সালের জুন মাস থেকে প্রচণ্ড লোডশেডিং হওয়ায় ফ্যাক্টরির উৎপাদন ৮০ শতাংশ কমে যায়। ব্যাংকের ঋণ, বকেয়া বেতন, গ্যাসের বিল, বিদ্যুতের বিল—কোনোটাই সঠিকভাবে আড়াই বছর ধরে পরিশোধ করতে না পারায় ৪০ বছরের প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

ডলার সংকটে গাজীপুরে ৪০ বছরের পুরোনো কারখানা বন্ধ ঘোষণা
ডলার সংকটে গাজীপুরে ৪০ বছরের পুরোনো কারখানা বন্ধ ঘোষণা

আরো পড়ুন : এটিএম আজহারের রিভিউ শুনানিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 

আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে সব বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে নোটিশে জানানো হয়। বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কাজে এসে কারখানা বন্ধ দেখতে পান। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। পরে তারা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ও কারখানা খুলে দেওয়ার দাবি জানান।

আরো পড়ুন : দ্বাদশ সংসদের ৩৪৪ এমপিকে আসামি করে মামলার আবেদন

কারখানার শ্রমিক হামিদুল ইসলাম বলেন, ‘১৭ বছর ধরে এই কারখানায় চাকরি করি এবং চার মাসের বকেয়া বেতন পাব। গতকালও আমরা ডিউটি করে গেছি এবং আজ সকালে অফিসের গেটে এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পাই। শেষ বয়সে আমরা কোথায় চাকরি নিব? কীভাবে চলবে আমাদের সংসার?’

জাহাঙ্গীর আলম নামের আরেক শ্রমিক বলেন, ‘৩৭ বছর ধরে এই কারখানায় চাকরি করি। আমার হাতের একটি আঙুল কেটে গেছে এখানে কাজ করার সময়। হঠাৎ কারখানা বন্ধ ঘোষণা করে দিল। আমাদের কথা চিন্তা করল না মালিক। বউ-পোলাপান নিয়ে না খেয়ে মরতে হবে। আমাদের পাওনা দিয়ে বন্ধ দিয়ে দিক।’

আরো পড়ুন : এটিএম আজহারের রিভিউ শুনানিতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক  

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা আগামী রোববার নভেম্বর মাসের বেতন দিবে। ১৩ জানুয়ারি শ্রমিকদের সঙ্গে কথা বলে পরবর্তী সময় তাদের বকেয়া পরিশোধ করা হবে।

 

1 thought on “ডলার সংকটে গাজীপুরে ৪০ বছরের পুরোনো কারখানা বন্ধ ঘোষণা”

  1. Pingback: প্রবাসী আয়ের রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ডলার - 7newsbd

Comments (1)

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top