ফিরেই বড় ধাক্কা খেলেন কিয়ারা

ফিরেই বড় ধাক্কা খেলেন কিয়ারা প্রায় এক দশকের ক্যারিয়ারে কিয়ারা আদভানি অভিনীত বেশির ভাগ হিন্দি সিনেমাই হিট। ২০২২ ও ২০২৩ সালটা তিনি কাটিয়েছিলেন স্বপ্নের মতো। সেই দুই বছর কিয়ারা অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ ও ‘সত্যপ্রেম কী কথা’ হিট হয়েছিল। এরপরই বিরতি।

আরো পড়ুন: নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: ফখরুলমুন্সীগঞ্জে থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি

গত বছর কিয়ারার ছবি মুক্তি পায়নি। প্রায় দেড় বছর পর আজ বড় পর্দায় ফিরছেন তিনি। তবে ফিরেই একটা বড় ধাক্কা খেলেন। হিন্দি নয়, কিয়ারার প্রত্যাবর্তন হলো তেলেগু সিনেমা দিয়ে। এস শঙ্কর পরিচালিত সিনেমা ‘গেম চেঞ্জার’ মুক্তি পেয়েছে গতকাল। অ্যাকশন সিনেমাটিতে কিয়ারার সঙ্গে আছেন দক্ষিণি তারকা রাম চরণ। তবে ফিরেই দুঃসংবাদ পেলেন কিয়ারা।

আরো পড়ুন: মুন্সীগঞ্জে থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপিপলককে বিচারকের প্রশ্ন ? ডিজিটাল কোর্ট করে দেননি কেন?

ফিরেই বড় ধাক্কা খেলেন কিয়ারা
ফিরেই বড় ধাক্কা খেলেন কিয়ারা    ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুক্তির পরই ‘গেম চেঞ্জার’ ছবিটি অনলাইনে ফাঁস হয়েছে। একাধিক অবৈধ প্ল্যাটফর্মে পুরো ছবিটি দেখা যাচ্ছে। এ বিষয়ে ছবিটির প্রযোজনা সংস্থার বক্তব্য অবশ্য পাওয়া যায়নি।

আরো পড়ুন: প্রবাসী আয়ের জোরালো প্রবাহ অব্যাহত, চার সপ্তাহে এসেছে ২৪২ কোটি ডলারনির্বাচন হলে সব সংকট কেটে যাবে: ফখরুল

ভারতে মুক্তির পরপরই ছবিটির পাইরেটেড কপি অনলাইনে ছড়িয়ে পড়া অবশ্য নতুন ঘটনা নয়। গত মাসেও সুকুমারের বহুল চর্চিত সিনেমা ‘পুষ্পা ২’ অন্তর্জালে ছড়িয়ে পড়ে। তবে তাতে অবশ্য ব্যবসার তেমন ক্ষতি হয়নি। ‘গেম চেঞ্জার’ কেমন করে, সেটাই এখন দেখার।

আরো পড়ুন: মুন্সীগঞ্জে থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপিনির্বাচন হলে সব সংকট কেটে যাবে: ফখরুলনীরব যক্ষ্মার বিরুদ্ধে সরব অলিম্পিয়াড

জানা যায়, প্রায় ৪০০ কোটি রুপি বাজেটে ছবিটি নির্মিত হয়েছে। ছবিটির জন্য রাম চরণ ৬৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। শুরুতে এ ছবিতে রাশমিকা মান্দানার অভিনয় করার কথা ছিল। পরে নায়িকা চরিত্রে কিয়ারা চূড়ান্ত হন। এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘বিনয়া বিদ্যা রামা’ ছবিতে জুটি হয়েছিলেন কিয়ারা ও রাম চরণ।

 

1 thought on “ফিরেই বড় ধাক্কা খেলেন কিয়ারা”

  1. Pingback: ভয়ংকর চরিত্রে বড়পর্দায় কামব্যাক—রুবেলের নতুন ‘মার্শাল কিং’ - 7newsbd

Comments (1)

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top