১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি: কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নে মো. জাহাবক্স (৩৮) নামে এক ব্যবসায়ীকে নিজ দোকান থেকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে পুলিশ ও পরিবার। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ১টার দিকে পশ্চিম আব্দালপুর গ্রামে। জাহাবক্স স্থানীয় প্রান্ত স্টোর নামের একটি পাইকারি মুদিদোকান পরিচালনা করতেন।
জাহাবক্সের স্ত্রী সাথী খাতুন জানান, “রাত ১টার দিকে একজন অপরিচিত লোক স্যালাইন কেনার কথা বলে ডাক দিলে আমার স্বামী দোকান খুলে বাইরে যান। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। দেখতে পাই ঘরের দরজাগুলো বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ। পরে দোকানে গিয়ে দেখি ক্যাশবাক্স খালি এবং একটি চিঠিতে পাঁচ দিনের মধ্যে ১৫ লাখ টাকা মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।”
অপহৃতের ছেলে প্রান্ত জানান, দোকানে হালখাতার দিনে ক্যাশবাক্সের নিচে চার থেকে পাঁচ লাখ টাকা রাখা ছিল, যা এখন পাওয়া যাচ্ছে না।
ঘটনার পর পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক আলামত এবং চিঠির ভাষা অনুযায়ী, এটি একটি পরিকল্পিত অপহরণ। অপহৃতকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”
পুলিশের একটি দল সোমবার সকালে ইউপি চেয়ারম্যান আলী হায়দার স্বপনকে তাঁর বাড়ির সামনে থেকে থানায় নিয়ে যায়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং কথিত জাসদ গণবাহিনীর আঞ্চলিক নেতা আলী রেজা সিদ্দিক কালুর ভাই।