বন্ধু মন ভোমরা মন ভোমরা তোমারে বলি গানের লিরিক্স
Bondhu Mon Bhomra Mon Bhomra Tomare Bolli Song Lyrics
Song: Mon Bhomora | মন ভোমরা
Singer: Ariyan Mohidul
Lyrics & Tune: Ariyan Mohidul & Alfez Sajid
Rap: Alfez Sajid
Music: Ankur Mahamud
তোমার নেশায় হইছি পাগল হইছি দেওয়ানা
তোমার রূপে আমায় বন্ধু পাগল বানাইলা ।।
তোমার মিষ্টি চোখের চাউনি দিয়া মনটা কারিলাতোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া পাগল বানাইলা
বন্ধু মন ভোমরা মনচোড়ারে তোমারে বলি
জোনাক পোকার মতো তোমার প্রেমেতে জ্বলি ।।
বন্ধুর মুখে মায়া চোখে জাদু আছে
লাগে পরীর মত ঘুরে আসে পাশে
তুমি বানাইলা পাগল আর আমি তো শেষ
ভালো লাগে তোমার মাথারই কেশ
সে ফুলের মতো আমার দিলের রানী
কত ভালোবাসি শুধু আমি জানি
তোমার পিছে পিছে ঘুরি থাকি তো চাইয়া
ভইরা যাইব মনটা তোমারে পাইয়া

তুমি নদীর ঘাটে আসো না ” পাশে একটু বসো না
মনের কথা বলবো দুইজন পরান খুলিয়া
তোমার রুপের নাইতো তুলনা ” সারাদিনতো কাটে না ”
মনের কথা বলবো তোমার পাশে বসিয়া
তোমার মিষ্টি চোখের চাউনি দিয়া মনটা কারিলা
তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া পাগল বানাইলা
বন্ধু মন ভোমরা মনচোড়ারে তোমারে বলি জোনাক পোকার মতো তোমার প্রেমেতে জ্বলি ।। ।
তোমার আউলা মাথার লম্বা চুল “দেইখা আমি হই ব্যাকুল
মনটা আমার কাইরা নিয়া করলা যে ব্যাকুল
আমার মনের ঘরে আসো না সারাদিন তো কাটে না
যতন করে রাখবো তোমায় ভুলতে পারবা না
তোমার আউলা চুলের গন্ধে আমি হইছি দেওয়ানা
তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া পাগল বানাইলা
বন্ধু মন ভোমরা মনচোড়ারে তোমারে বলি জোনাক পোকার মতো তোমার প্রেমেতে জ্বলি ।। ।
Bondhu Mon Bhomra Mon Bhomra Tomare Bolli Song Lyrics
🎶 বন্ধু মন ভোমরা মনচোড়ারে তোমারে বলি | গানটির সম্পূর্ণ লিরিক্স পেতে আমাদের সাথেই থাকুন! 🎵
“জোনাক পোকার মতো তোমার প্রেমেতে জ্বলি” — এমন হৃদয় ছুঁয়ে যাওয়া কথা আর সুরে গড়া গানটি
আপনাকে নিয়ে যাবে ভালোবাসার এক অনন্য জগতে। যদি আপনি গান ভালোবাসেন, যদি আপনি শব্দে প্রেম খুঁজে পান — তাহলে এই গান আপনার জন্য।
এই ভিডিওতে পাবেন গানটির সম্পূর্ণ লিরিক্স, যা আপনি গাইতে পারবেন, অনুভব করতে পারবেন, এবং প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিতে পারবেন।
#বন্ধু_মন #বাংলা_গান #Lyrics #BanglaSong #ভালবাসার_গান
#monbhomora #lovesong
#Bondhu_Mon_Bhomra_Mon_Bhomra_Tomare_Bolli_Song_Lyrics
#বন্ধু_মন_ভোমরা_মন_ভোমরা_তোমারে_বলি #গানের_লিরিক্স