পাকিস্তানের হামলার ‘ছবি’ কোথায়? প্রশ্ন তুললেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা : দোভাল

পাকিস্তানের হামলার ‘ছবি’ কোথায়? প্রশ্ন তুললেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল
ডেস্ক রিপোর্ট | 7newsbd.com
১১ জুলাই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এক বিস্ফোরক মন্তব্য করে বললেন— “বিদেশি সংবাদমাধ্যম পাকিস্তানের হামলার দাবি করলেও, ক্ষয়ক্ষতির একটি ছবিও দেখাতে পারেনি!”

নয়াদিল্লিতে বিদেশি সংবাদমাধ্যমকে আক্রমণ করে তিনি বলেন, “পাকিস্তান এটা করেছে, ওটা করেছে — এসব বলছেন। কিন্তু দেখান তো একটি ছবি, যেখানে ভারতের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি একটা কাচও কি ভেঙেছে?”

এনডিটিভি জানায়, ৯ ও ১০ জুলাই মধ্যরাতে ভারতের বিমানবাহিনী সীমান্তবর্তী ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে সফল অভিযান চালায়। চীন-সমর্থিত পাকিস্তানি এয়ার ডিফেন্স সিস্টেম তখন সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়ে।

দোভাল জানান, “২৩ মিনিটের এই অভিযানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহৃত হয়েছে — যেমন ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড সিস্টেম ও উন্নত রাডার।”

তিনি আরও বলেন,“আমরা গর্বিত, আমাদের নিজস্ব প্রযুক্তিই এই অপারেশনের মূল চালিকাশক্তি।”

এই মন্তব্যের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top