ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রথম মনোনয়নপত্র ফরম জমা দিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদার।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন জমার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একাংশ তার প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভে নামে। ক্যাম্পাসের টিএসসি থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে অভিযোগ করেন, “নিষিদ্ধ সংগঠনের নেতা ডাকসুতে জায়গা পাবে না।”

জানা গেছে, জুলিয়াস সিজার তালুকদার ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল থেকে ছাত্রলীগের প্রার্থী হিসেবে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন। তিনি ওই হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০১৯ সালের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে ছাত্রলীগসহ কয়েকটি সংগঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। ফলে এবারের ডাকসু নির্বাচনে নিষিদ্ধ সংগঠনের সাবেক নেতার প্রার্থিতা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এই নির্বাচন হবে “গণতান্ত্রিক চর্চার মাইলফলক”, তাই প্রার্থিতা নিরপেক্ষ ও সবার জন্য গ্রহণযোগ্য হওয়া উচিত। অন্যদিকে জুলিয়াস সিজার তালুকদার তার প্রার্থিতা নিয়ে বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি ছিলাম, তাই শিক্ষার্থীদের সেবা করার জন্য এবার ভিপি পদে লড়াই করছি।”
বিশ্লেষকরা মনে করছেন, এই প্রার্থীকে ঘিরে বিতর্ক ডাকসু নির্বাচনের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দেবে।
Pingback: আরপিও সংশোধন প্রস্তাবে বেশিরভাগ দলের সন্তুষ্টি, কয়েকটি বিষয়ে আপত্তি ও সতর্কতা - 7newsbd