রেলপথে শিক্ষার্থীদের অবস্থান, উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

দীর্ঘ ৯ বছর আগে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখনও নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করতে পারেনি। এ নিয়ে বারবার আন্দোলন করলেও দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা এবার সরাসরি রেলপথে নেমে এসেছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার পর থেকেই সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের সামনে মূল রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, স্থায়ী ক্যাম্পাস না থাকায় তারা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন এবং নানান ভৌত ও প্রশাসনিক সমস্যায় পড়তে হচ্ছে। তারা দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ শুরু ও দাবি পূরণের সুস্পষ্ট সময়সূচি ঘোষণার আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা

রেল চলাচলে প্রভাব:উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, অবরোধের কারণে ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস জামতলী স্টেশনে এবং রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস মোহনপুর স্টেশনে আটকা পড়েছে। পরিস্থিতি সামাল দিতে উল্লাপাড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর আগে গত রোববার একই দাবিতে শিক্ষার্থীরা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করেছিলেন, ফলে কয়েক ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের আন্দোলন এখন এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান। একের পর এক সড়ক ও রেলপথ অবরোধের ফলে দেশের উত্তরাঞ্চল ও রাজধানীর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top