দৈনিক ইত্তেফাকের পরিচালক রেজাউল আহাসান ফাগুনের শাশুড়ি ফরিদা বানু (৭২) ইন্তেকাল করেছেন। সোমবার (১৮ আগস্ট) ভোররাতে আনুমানিক চারটার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ফরিদা বানু ১৯৭৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা ২৮ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার শেষ ইচ্ছা অনুযায়ী জয়পুরহাট জেলার তিলকপুরে মায়ের পাশে তাকে সমাহিত করা হবে।
শোকসন্তপ্ত পরিবার মরহুমার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।