রংপুর-শিশু-পুনর্বাসন: রংপুর প্রতিনিধি: রংপুরের দেওডোবা ডাংগীরপাড় এলাকায় অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে শিশু-কিশোরীদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি কেন্দ্রটি থেকে চার কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
১৫ জুন, রোববার, পুলিশ নিখোঁজ চার কিশোরীর মধ্যে দুজনকে (স্মৃতি ও কৃতি) উদ্ধার করেছে। তবে এখনও নিখোঁজ রয়েছে নিতু ও আশা নামে বাকি দুই কিশোরী।
ভুক্তভোগীদের ভয়াবহ বর্ণনা:
উদ্ধার হওয়া কিশোরী স্মৃতি গণমাধ্যমকে জানায়, তারা পুনর্বাসন কেন্দ্রে নির্যাতনের শিকার হওয়ায় জীবন বাঁচাতে পালিয়ে যায়। প্রতি রোববার এক অজ্ঞাত পুরুষ কেন্দ্রে এসে কিশোরীদের শরীরে হাত দেওয়ার চেষ্টা করে, এমন অভিযোগও করেছে সে।
সে আরও জানায়, এর মধ্যেই একজন কিশোরী গর্ভবতী হয়ে পড়লে তাকে কেন্দ্র থেকে সরিয়ে ফেলা হয়।
সমাজসেবা কার্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন:
স্মৃতির মা মুক্তি বেগম অভিযোগ করেন, সমাজসেবা কর্মকর্তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বাধা দিয়েছেন এবং ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। পুনরায় মেয়ে উদ্ধার হওয়ার পর পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর বিষয়ে তিনি আপত্তি জানান এবং থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার আবেদন করেন।
এদিকে রংপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মণ এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান, যা পরিস্থিতি আরও জটিল ও সন্দেহজনক করে তুলেছে।
অতীতেও মৃত্যু, তদন্ত হয়নি:
কেন্দ্রটির একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, “কঠোর নিরাপত্তার মধ্যেও মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যায়।”
তারা আরও বলেন, ২০২৫ সালে এই কেন্দ্রেই চার শিশু মারা যায়, যাদের মধ্যে তিনজনের ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। বিষয়টি যথেষ্ট গুরুতর ও উদ্বেগজনক।
মানবাধিকার সংস্থার দাবি:
রংপুরের মানবাধিকার ও পরিবেশ সংস্থার প্রধান নির্বাহী অ্যাডভোকেট এএএম মুনীর চৌধুরী বলেন,
“যাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্র নিয়েছে, তাদের কেউ যদি নির্যাতনের শিকার হয়, নিখোঁজ হয় বা গর্ভবতী হয়ে পড়ে—তা অত্যন্ত লজ্জাজনক ও ভয়ংকর। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মুখ না খুললে অভিযোগের সত্যতা আরও দৃঢ় হয়।”
তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।
Pingback: ডাকসু নির্বাচন: ভিপি পদে সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারের মনোনয়ন জমা, ক্যাম্পাসে বিক্ষোভ - 7newsbd