হরিপুরে নতুন ব্রীজ নির্মানে খুশী স্থানীয়রা


admin প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৩, ৯:২৮ অপরাহ্ন /
হরিপুরে নতুন ব্রীজ নির্মানে খুশী স্থানীয়রা

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আমরা মনে করেছি আর মনে হয় আমাদের ব্রীজ নির্মান হবে না। একদিন আমারা
কয়েকজন ( দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির) কাজ করার সময় আমাদের
স্যার পিআইও ( উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর করিম) আমাদের
দেখতে আসে। আসার পর ব্রীজটা ভাঙ্গা অবস্থায় পরে ছিলো, তিনি যাওয়ার
কয়েকদিন পর স্থানীয় সাংবাদিকগুলো আসে এবং আমারা জানিতে পারি আমাদের ব্রীজ
পেপারে এসেছে। কথাগুলো বলছিলেন ঐ গ্রামের আতিক নামে এক ব্যক্তি।
মফিজুল নামে এক যুবক জানান, নতুন ব্রীজ পাওয়ার পর আমাদের যাতাযাত এবং
কৃষিপূণ্য নিয়ে আর কোন ঝামেলায় পরতে হয় না। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার
ভাতুরিয়া ইউনিয়নের জিগাঁও- হিন্দুপাড়া ও মাগুড়া গ্রামের নানাদহ নামক
স্থানের খালের ওপর গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে।
চলাচল করতে আর সমস্যায় পরতে হয় না এলাকার মানুষদের। সুদিন ফিরলো বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।
হরিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএমএ করিম বলেন, ঠাকুরগাঁও-২
আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ দবিরুল ইসলাম’র নিদের্শনা মোতাবেক ২০২২-২৩
অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন
ও সংস্কারের লক্ষ্যে টিআর-কাবিখা কর্মসূচির মাধ্যমে গ্রামের রাস্তার
সংস্কার ও সিসি ঢালাইসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কারের কাজ করা
হয়েছে।
এবং আমগাঁও ও হরিপুর ইউনিয়নে এক কিলোমিটার কাঁচা রাস্তা এইচ বিবি করাসহ
ভাতুরিয়া ইউনিয়নের খালের উপর একটি গার্ডার ব্রিজ, অস্বচ্ছল বীর
মুক্তিযোদ্ধাদের জন্য ৬ টি বীর নিবাস নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে
এবং ৭টির কাজ চলমান রয়েছে।
এছাড়াও দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৮৭৬ জন শ্রমিকের
কর্মসংস্থান করে গ্রামের ৫৬ টি রাস্তার সংস্কারের কাজ করা হয়েছ।
এবিষয়ে উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প
বলেন, আওয়ামীলীগ সরকার আমলে হরিপুর উপজেলায় ব্যপকভাবে উন্নয়ন হয়েছে,
আসা করি আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসবে,
আসলে যে কাজগুলি বাকি আছে সেগুলো সল্প সময়ের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ।
স্থানীয় এমপি আলহাজ্ব দবিরুল ইসলাম বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন
সরকার, তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকার আসবে, যারা দেশের
উন্নয়ন কাজে বাধা দেয় তারা কোনো দিন সরকার হতে পারে না।
হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় যে উন্নয়ন হয়েছে, যেমন রাস্তা, মসজিদ,
মন্দির, সাধারণ মানুষের কর্মসংস্থানসহ প্রত্যেক মানুষের আয়ের উৎস বেড়েছে।