কাহালুতে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ৩ কিশোর ছুরিকাহত ৪ বখাটে গ্রেফতার


admin প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৩, ২:৩৮ অপরাহ্ন /
কাহালুতে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ৩ কিশোর ছুরিকাহত ৪ বখাটে গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ,
কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালু অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বখাটে যুবকদের হামলায় ৩ কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় কাহালু থানা পুলিশ ৪ বখাটে যুবককে গ্রেফতার করেছে। ২৩ আগস্ট বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলার মালঞ্চা বাজারে এ ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। ঐ বখাটে যুবকদের ছুরিকাঘাতে ৩ কিশোর গুরুত্বর আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো অঘোর মালন্চা গ্রামের ইউনুছ আলির ছেলে লাম (১৫) রেজাউল করিমের ছেলে রাফি (১৪) ও আনিছার রহমান এর ছেলে রুহান (১৮) এদের মধ্যে লামের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে অঘোর মালন্চা বিদ্যালয়টি ছুটির পর শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে কতিপয় বখাটে যুবক ঐ ছাত্রীকে উত্যক্ত করে। এতে রাফি, রুহান ও লাম নামের ৩ কিশোর প্রতিবাদ করলে ঐ বখাটে যুবকরা তাদের উপর হামলা করে তাদের ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় লোকজন তাদের আটক করে কাহালু থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ বখাটে যুবককে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো কাহালু পৌর এলাকার পাল্লা পাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে রিপন(৩৯) সেলিম শেখের ছেলে সাকিম (১৯) মোঃ হারুন অর রশিদ এর ছেলে আবু হুরাইরা (১৯) ও আব্দুল হাকিমের ছেলে রকিবুল হাসান হাবিব (২০) কাহালু থানা অফিসার ইনচার্জ +( ওসি )তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে কাহালু থানায় বিভিন্ন আইনে মামলা হয়েছে।