চিরিরবন্দরে ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে জন্মাষ্টমী উদযাপিত


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৩, ৬:১০ অপরাহ্ন /
চিরিরবন্দরে ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে জন্মাষ্টমী উদযাপিত

মোঃলিটন সরকার
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দরে ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে।

৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলার চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি কিষনলাল আগরওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।

ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি তথা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও শ্রীমৎ ভগবত গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন সরকার গোলাপ, সদস্য ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, মহিলালীগ নেত্রী তরুবালা রায়সহ নিখিল রঞ্জন রায়, তাপস কুমার লিটন বর্মন, ধনঞ্জয় রায় প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়াও চিরিরবন্দর মহিলা কলেজ মাঠের জন্মাষ্ঠমীর অনুষ্ঠানে সাবেক হুইপ আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মানু, মোস্তাফিজুর রহমান ফিজার, জ্যোতিষ চন্দ্রসহ প্রমূখ বক্তব্য রাখেন।

উপজেলার বিভিন্ন স্থানে মন্দিরে হিন্দু সম্প্রদায়ের পুজারীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে জন্মাষ্টমী পালন করেছে।