রাণীশংকৈলে শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী উৎসব পালিত।


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৩, ৪:০৪ অপরাহ্ন /
রাণীশংকৈলে শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম  জন্মাষ্টমী উৎসব পালিত।

সিরাজুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭সেপ্টেম্ব)রাধা মাধব মন্দির কমিটির আয়োজনে দেশ ও জাতীর কল্যাণ কামনায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, ভগবত আলোচনা সভা ও সার্বজনীন প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় রাধ মাধব মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। এরপর
রাধা মাধব মন্দির চত্বরে বাবু নিত্যানন্দ বসাকের সভাপতিত্বে ও অধ্যাপক প্রশান্ত বসাকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাবু কমলাকান্ত ডাক্তার আসাধিকারী সভাপতি রাধা মাধব মন্দির , বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাবু অমল কুমার রায়, সুবাকৃষ্ণ দাসাধিকারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাধামাধব মন্দির, অধ্যক্ষ মহাদেব বসাক, অমল বসাক সাধারণ সম্পাদক রাধামাধব মন্দির, সাধন বসাক সম্পাদক পূজা উদযাপন পরিষদ সহ মন্দিরের সকল ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনায় সার্বজনীন প্রার্থনা করা হয়।