বিরামপুর অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব


admin প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ন /
বিরামপুর অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব

মো ফাহিম সরকার,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১০ ঘটিকায় বিরামপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের মোহাম্মদপুরে স্থাপিত অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টি পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া।এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন-অর্থ) মোঃ ময়নুল হক, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল, উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা গোলাম মোস্তফা,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার জাহিদ,সহকারী শিক্ষক নাইমা আক্তার।এছাড়াও উপস্থিত ছিলেন অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়(এনডিডি) এর শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবকগনসহ অনেকে।
বিদ্যালয়টি ২০১২ সালে অটিজম আক্রান্ত ছাত্র-ছাত্রীদের মূল ধারায় ফিরিয়ে আনার প্রচেষ্টায় স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ২৪ জন শিক্ষক ও একজন বি এস সি ইন ফিজিওথেরাপি দ্বারা ২৪৮ জন ছাত্র ছাত্রীদের পাঠদান দেওয়া হচ্ছে।